অল মার্কেট বিডি’তে আপনার কোন প্রোডাক্ট দেখে পছন্দ হলে প্রথমে পন্যটি ডিটেলস দেখুন। এর পর যেখানে পন্যের মূল্য লেখা আছে তার ঠিক নিচের অপশন গুলো নির্বাচন করুন এবং এ্যাড টু কার্ট এ যোগ করুন। এভাবে একাধিক পন্য কিনতে চাইলে অন্যান্য পন্য এ্যাড টু কার্টে যোগ করুন। এবার উপরের দিকে ডান কর্নারে আপনার যোগ করা সকল পন্যের দাম দেখতে পাবেন। দামের উপরে ক্লিক করুন। শিপিং ক্লাস নির্ধারন করে প্রসিড টু চেক আউট এ ক্লিক করুন। এবার আপনার বিলিং ডিটেলস লিখুন। গিফট্ দেবার জন্য যদি ডিফারেন্ট স্থানে পন্য নিতে চান তবে শিপ টু এ ডিফারেন্ট এ্যাড্রেস এর পাশের রেডিও বাটনে ক্লিক করুন। নিচের ঠিকানা সম্বলিত খালি ঘর পুরন করুন। এবার কিভাবে পন্যের দাম দিতে চান সেখানে রেডিও বাটনে ক্লিক করুন। বিক্যাশ করতে চাইলে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন মেনে পেমেন্ট করুন। এর পর পেমেন্ট আইডি ওর্ডার বক্সে লিখে প্লেস ওর্ডারে ক্লিক করুন। আপনার ওর্ডারটি সম্পন্ন হয়েছে মর্মে একটি ম্যাসেজ পাবেন তাহলে আপনার অর্ডার সম্পন্ন হবে।