Terms & Conditions:

সূচনাঃ

অল মার্কেট বিডি’তে আপনাকে স্বাগতম।আমাদের সাইটের বিক্রয়ের জন্য আবেদন, ক্রেতা হিসাবে আবেদন এবং এ্যফিলিয়েট হিসাবে ব্যবহারে আমাদের শর্তাবলী পালন স্বাপেক্ষে আপনি আমাদের সাইট ব্যবহার করতে পারেন।ইহাছাড়াও ইহার অধিভূক্ত সকল বিভাগ, রেফারেন্স শর্তাবলীর আওতাভূক্ত। আমাদের সাইট ইন্টারনেট মাধ্যমে পরিচালিত।

আমরা মনে করি আমাদের শর্তাবলীর সাথে একমত না হয়ে আমাদের সাইট ব্যাহারকারী ব্যবহার করতে পারেননা। ওয়েব সাইট কর্তৃপক্ষ যে কোন সময় এর নিয়ম, শর্তাবলী, রেফারেন্স কমিশন পূর্ব নোটিশ ব্যতিরেকে পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে। যে কোন পরিবর্তন সাধন হলে আপনার একাউন্টের মাধ্যমে জানার জন্য নিয়মিত আমাদের সাইট ভিজিট করতে থাকুন। প্রত্যেক একাউন্ট এ্যক্টিভ হবে আমাদের শর্তাবলী পালনে স্বীকার করবার শর্তে।

সাইট ব্যবহারঃ

আমাদের সাথে যাহারা সম্পৃক্ত হবেন তাহাদের বয়স কমপক্ষে ১৮ বছরের উর্দ্ধে হবে। ব্যবহারকারী বর্নিত শর্তাদী পালন স্বাপেক্ষে একটি অ-হস্তান্তরযোগ্য/ অ-বিক্রয়যোগ্য, এবং বাতিলযোগ্য পিতা/মাতার অনুমোদোন/ব্যবসায়ীক লাইসেন্স (গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কোন শাখা হতে প্রাপ্ত) উপস্থাপন স্বাপেক্ষে আমাদের সাথে যুক্ত হতে পারবে। ব্যবহারকারী নিজে তার একাউন্টের তত্বাবধান করবে।ব্যবহারকারী আমাদের সাথে তার উৎপাদনকৃত/ বিপননযোগ্য/ বৈধ পন্য আমাদের সাইটে উপস্থাপন ও বিক্রয় করতে পারবে। ক্রেতা পন্যে অর্ডার করলে তার মূল্য অবশ্যই পরিশোধ করতে বাধ্য থাকিবেন। সাইট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্য কোন তৃতীয়পক্ষ দ্বারা উপস্থাপিত পন্য বানিজ্যিক ব্যবহার করতে চাইলে বা ব্যবহৃত হলে সাইট কর্তৃপক্ষ উক্ত একাউন্ট প্রত্যাহার করবার অধিকার সংরক্ষন করে।

আমাদের সাইটের সকল কন্টেন্ট শুধমাত্র তথ্যের জন্য তৈরি। উপস্থাপিত তথ্য অন্য কারও দ্বারা উপস্থাপিত হলে যা আমাদের দ্বারা অনুমোদিত নয় তা সম্পূর্ন উপস্থাপিত নাও হতে পারে।

আপনার একাউন্টে কোন বিষয় শংশোধন/পরিমার্জন করা আবশ্যক হলে তা সাইট কর্তৃপক্ষ পর্যবেক্ষন পূর্বক আপডেট করবে। একাউন্টধারীর পাসওয়ার্ড কোনভাবে অন্যকে জানালে তার দায়ভার একাউন্টধারীর। এ সংক্রান্ত সেবার জন্য সার্বক্ষনিক আমাদের সাথে যুক্ত হয়ে জানানোর জন্য বা যদি মনে হয় আপনার একাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জেনে নিয়েছে তৎক্ষনাৎ পাসওয়ার্ড পরিবর্তন করা আবশ্যক।এধরনের ভুলের কারনে একাউন্ট ধারীর অর্থনৈতিক কোন ক্ষতির জন্য সাইট কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবেনা।

রেজিস্ট্রেশন প্রকৃয়া চলাকালীন সকল প্রকারেই-মেইল নোটিফিকেশন গ্রহনে আপনি সম্মত।

ব্যবহারকারী সাবমিশনঃ

আমাদের সাইট ব্যবহারকারী/ একাউন্টধারী তার মতামত পর্যালোচনা, পন্য তালিকা, যা কিছু আমাদের সাইটে সাবমিট করে তা সাইট কর্তৃপক্ষের সম্পত্তি হিসাবে গন্য হইবে। এবং এর রক্ষনাবেক্ষনে শুধুমাত্র সাইট কর্তৃপক্ষ নয় একাউন্টধারী ব্যক্তি/ প্রতিষ্ঠান সচেতন হবেন।আপনার অর্থনৈতিক জমা ব্যাপারে সাইট ছাড়া অন্য কেউ (সরকারী প্রতিষ্ঠান) ব্যতিরেকে অবহিত হতে পারবেনা মর্মে আপনি সম্মত। কোন ভাবেই আপনি মিথ্যা ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেননা। কারন মিথ্যা ই-মেইল অন্য কারও হতে পারে যার দ্বারা আপনার একাউন্ট কোনভাবেই নিরাপদ নয়। আপনার পরিবর্তনীয় তথ্য, মতামত, পন্যের উপস্থাপনা পরিবর্তন করবার জন্য আপনার সঠিক ই-মেইল আবশ্যক। আপনার ভুলের জন্য কোনভাবেই সাইট কোনপ্রকার জরিমানা/দায়বদ্ধতা রাখেনা। এধরনের কোন সমস্য উপস্থাপিত হলে একাউন্টধারী সাইট কর্তৃপক্ষকে জানালে সঠিক ই-মেইল ব্যবহার সংক্রান্ত উপদেশ দিতে পারে। যদি তা সম্ভব না হয় তাহলে উক্ত একাউন্ট অপসারন করা হবে।

অর্ডার গ্রহণ এবং মূল্য

বিভিন্ন কারনে একটি অর্ডার সাইট কর্তৃপক্ষ গ্রহন করবে বা বাতিল করবে সে অধিকার সাইট কর্তৃপক্ষ রাখে। আপনার প্রদেয় তথ্য যাচাই করবার জন্য আপনাকে বলা হতে পারে, সে ব্যাপারে আপনার সকৃয়তা থাকা আবস্যক। আপনার দেয়া ঠিকানা, মোবাইল নং কোনভাবেই যেন ভুল না হয়। ভুল তথ্যের কারনে পন্য ডেলিভেরী সংক্রান্ত জটিলতার কারনে অর্ডারকারী/একাউন্টধারী দায়ী থাকবে।

পন্য ডেলিভেরীর পূরবে আপনার পেমেন্ট বিষয়ে আমরা অবগত/নিশ্চিত হবার কারনে বা কোন কারনে ডেবিট/ক্রেডিক কার্ড জালিয়াতী বা পেমেন্ট বৈধতা বিষয়ে নিশ্চিত হবার কারনে আপনার ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক একাউন্ট সহ যাচাইকরন পরিচয়ের কোন এক অনুপস্থি হলে বা সে বিষয়ে নিশ্চিত হতে না পারলে আপনার অর্ডার ২য় কার্যদিবসে কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখে।

ব্যবহারকারী সবসময় সঠিক তথ্য উপস্থাপন করবে বলে সাইট মনে করে। কোন কারনে কোন পন্যের মূল্য অসামঞ্জস্য হলে তা পুনঃনির্ধারন পূর্বক আপনাকে অবহিত করা হবে বা এ সংক্রন্ত ডেলিভেরী নিশ্চিত হবে। কোন পন্যের মূল্যায়নের ক্ষেত্রে এধরনের ক্ষেত্র তৈরি হলে আপনাকে অবহিত করন সাপেক্ষে তা নিশ্চয়ন করার অধিকার সাইট কর্তৃপক্ষের।

ট্রেডমার্ক ও কপিরাইট

আমাদের ব্যবসায়ক পরিকল্পনা, ওয়েব সাইটের যাবতীয় বিষয়াদী আমাদের সম্পত্তি বলিয়া বিবেচিত হইবে। আমাদের সাইটের সকল কন্টেন্ট, ওয়েব ডিজাইন, সফটওয়ার, গ্রাফিক্স ডিজাইন, টেক্সট, ফটো, ভিডিও, বিজ্ঞাপন, স্পন্সর, সোর্স কোড সহ যাবতীয় উপস্থাপনা ওয়েব সাইট কর্তৃপক্ষের নিজস্ব সম্পত্তি বলিয়া গন্য হইবে। সাইটের সমগ্র বিষয়বস্তু বাংলাদেশ কপিরাইট আইন ও আন্তর্জাতিক নিয়মাবলীর অধীনে সমষ্টিগত কাজ হিসাবে কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত- সর্বস্বত্ব সংরক্ষিতঃ

সালিসি বিষয়ঃ

আমাদের সাইটের মাধমে লেনদেন সংক্রান্ত/একাউন্ট সংক্রান্ত/ক্রেতা সংক্রান্ত কোন বিষয়ে জটিলতার সৃষ্টি হইলে বাংলাদেশ আইন অনুযায়ী কোন আদালতে প্রয়োজনীয় উকীল মারফত এ সংক্রান্ত মামলা নিস্পত্তি করা যাইবে।

অবসানঃ

সকলপ্রকার একাউন্টধারী আমাদের শর্তের মধ্যে কোনরুপ অবমূল্যায়ন, বিভ্রান্তকর, প্রদেয় পন্য ডেলিভেরী/মূল্য ফেরত সংক্রান্ত জটিলতায় পাসওয়ার্ড জালিয়াতী সহ অপরাধে পূর্বে কোনরুপ অবহিতকরন ছাড়াই (পেমেন্ট ব্যাতীত) আপনার ব্যবহারযোগ্যতা বাতিল করতে পারে। ব্যবহারকারী ব্যাতীত অন্য কাহারও ওপর এধরনের দায় বর্তাবেনা। সকল ধরনের বিক্রেতা, বিজ্ঞাপনদাতা, স্পন্সর তাদের প্রদেয় মূল্য শুধু মাত্র অল মার্কেট বিডি,র সাইট ব্যবহার করার ফলেই তা শেষ হয়।