আমরা ই-ক্যাব মেম্বার কোম্পানী
ভিডিও ডোর ফোন সিস্টেম
আপনি কি পরিবার ও বাড়ি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নন ?
সেফটি ও সিকিউরিটির দিক বিবেচনায় বর্তমান সময়টি যথেষ্ট প্রতিকূল এবং আমরা যথেষ্ট উদ্বিগ্ন অবস্থায় বসবাস করছি। আগত ব্যক্তিটিকে বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, পুলিশ, পত্রবাহক, ডেলিভারিম্যান ইত্যাদি মনে করে দরজা খুলে দেয়ার পর সম্পূর্ণ ভিন্ন চিত্র ফুটে উঠে। এই ব্যাপারে পূর্ব সতর্কতামূলক কোনো বিকল্প আমাদের হাতে নেই এবং শত্রূতা বা বিদ্বেষপরায়ণ লোকেদের হাতে আমরা প্রায়-ই বলির পাঠা হই। আর সেজন্যই জীবন, পরিবার ও বসতবাড়ির নিরাপত্তা নিজেদের হাতে রাখা প্রধানতম গুরুত্বপূর্ণ বিষয়। সৌভাগ্যবশত, টেকনোলজির দ্রুত উন্নতি আমাদের কাছে সেই ধরণের ইলেক্ট্রনিক গ্যাজেট পৌঁছে দিয়েছে যা আমাদের জীবন নিরাপদ করতে পারে। ট্রেডিশনাল কলিং বেল বা ডোর বেল এর এডভান্সড প্রতিস্থাপন “ভিডিও ডোর ফোন সিস্টেম” এমন একটা উৎকর্ষ গ্যাজেট যা অনভিপ্রেত লোকদেরকে আমাদের বাড়িতে প্রবেশ থেকে দূরে রাখে। ভিডিও ডোর ফোন সিস্টেমের মাধ্যমে শুধু আগত ব্যক্তিটিকে দেখছেন, তাই নয়, নিরাপদ অবস্থানে থেকে সেই ব্যক্তির সাথে সমস্ত প্রকার যোগাযোগ করতে পারছেন এবং অবশেষে সেই ব্যক্তিটি প্রবেশে অনুমতি পাবে কিনা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন এবং এইভাবে ব্যক্তি ও পারিবারিক জীবন নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করতে পারছেন।
ভিডিও ডোর বেল সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে ইনস্টলমেন্ট করতে হবে জানতে ভিডিও দেখুনঃ
https://youtu.be/UP-vj8NOSFI
কর্পোরেট অর্গানাইজেশনগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা থাকে যার দ্বারা গেইট এ অবস্থিত ভিডিও ক্যামেরার মাধ্যমে আগত অতিথিদের স্ক্যান করা হয়, অতঃপর তাদের নিজেদের পরিচয় প্রদান পূর্বক সেই ইন্টারকমের মাধ্যমে অফিস ভিজিট করার কারণ বর্ণনা করতে হয়। প্রয়োজনীয় শর্তাদি যথাযথভাবে পূরণ করার পর সিকিউরিটি পার্সোনেল যখন সেই ব্যক্তির সম্পর্কে আশ্বস্ত হন, তখন অতিথির জন্য গেইট উন্মোচন করা হয়। এই ব্যবস্থাটিকে যথেষ্ট ব্যয়বহুল মনে হতে পারে কিন্তু নিজেদের ও বসতবাড়ির নিরাপত্তার স্বার্থে এই ধরণের ব্যবস্থা অত্যাবশ্যক হয়ে পড়েছে।
BUY NOW THIS PRODUCT
আপনি যদি অর্ডার করতে সমস্যা মনে করেন এখানে ক্লিক করে ফরমটি পুরন করুন
ওয়ান কমপ্লিট প্যাকেজ এ রয়েছে
BUY NOW THIS PRODUCT
মেকানিজম অফ ভিডিও ডোর ফোন সিস্টেম
এই সিস্টেমের ইনস্টলেশন অতি সহজ এবং কোনো প্রকার প্রফেশনাল লোকেদের সহায়তা ছাড়াই সম্ভব। এই সিস্টেমে একটা আউটডোর সিস্টেম ও একটা ইনডোর সিস্টেম থাকে। বিভিন্ন পারিপার্শিক অবস্থায় যাতে যথাযথভাবে পরিচালিত হতে পারে, আউটডোর ডিভাইসটি সেইভাবেই ডিজাইন করা হয়েছে। আউটডোর ডিভাইসের মূল উপাদান হল ক্যামেরা যা ক্যাবলের সহায়তায় ইনডোর ডিভাইস (মনিটর ) এর সাথে কানেক্টেড থাকে। এই ভিডিও ক্যামেরায় নাইট ভিশন সংযুক্ত আছে যা রাত্রিবেলায় পূর্ণ ভিজিবিলিটি প্রদান করে। এই ক্যামেরাতে মাল্টিপল ভিডিও এঙ্গেল রয়েছে যা আউটডোরের পূর্ণ দৃশ্য অবলোকনে সহায়তা করে। ইনডোর ডিভাইসটি একটি ডিসপ্লে বা মনিটর যার মাধ্যমে বাহিরে অবস্থিত ব্যক্তিকে দেখা ও কথা বলার ব্যবস্থা রয়েছে।
আপনি যদি অর্ডার করতে সমস্যা মনে করেন এখানে ক্লিক করে ফরমটি পুরন করুন
অপারেটিং ইন্সট্রাকশন্স
হাউস ওনারদের করণীয়:
১) প্রথমে আনলক বাটনে প্রেস করুন।
২) আউটডোর ভিজিটরের সাথে কথা বলতে ইন্টারকম বাটনে প্রেস করুন।
৩) যদি আউটডোর ব্যক্তিটিকে রিসিভ করতে না চান, তাহলে আর কোনো অপারেশন করার প্রয়োজন নেই।
৬০ সেকেন্ড পর ভিডিও ইমেজ অটোমেটিকলি শাট অফ হয়ে যাবে এবং স্ট্যান্ড বাই অবস্থানে চলে আসবে। ডিসপ্লে কন্টিনিউ করতে চাইলে পুনরায় মনিটর বাটনে প্রেস করুন।
আপনি যদি অর্ডার করতে সমস্যা মনে করেন এখানে ক্লিক করে ফরমটি পুরন করুন
BUY NOW THIS PRODUCT
মনিটর অপারেশন:
“স্ট্যান্ড বাই” অবস্থানে থাকা “মনিটর” বাটনে প্রেস করে আউটডোর অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন। ইতিমধ্যে কালারফুল লাইটটি ঝিকমিক করবে। কথা বলার জন্য “ইন্টারকম” বাটনে প্রেস করুন। যোগাযোগ শেষে পুনরায় “ইন্টারকম” বাটনে প্রেস করুন। ডিসপ্লেতে ইমেজ দেখা বন্ধ হবে এবং পুনরায় ১৮০ সেকেন্ড পরে স্ট্যান্ড বাই অবস্থানে চলে যাবে।
আপনি যদি অর্ডার করতে সমস্যা মনে করেন এখানে ক্লিক করে ফরমটি পুরন করুন
রিং অপারেশন :
ইনডোর মনিটরটি ওয়ার্কিং অবস্থায় থাকার সময়ে “রিং” সিলেকশন বাটনে প্রেস করুন, মেলোডিয়াস মিউজিক শোনা যাবে। এখান থেকে আপনার পছন্দের রিং টোন সিলেক্ট করতে পারবেন।
BUY NOW THIS PRODUCT
আনলক অপারেশন :
নিরাপত্তা নিশ্চিত করার জন্য আউটডোর ভিজিটর কল বাটনে প্রেস করলে অথবা ইনডোর মনিটর ওয়ার্কিং অবস্থায় থাকলে লক রিলিজ হবে।
ইনস্টলেশন ইন্সট্রাকশন
আউটডোর ইউনিট
রিকোমেন্ডেড ইনস্টলেশন হাইট : ১.৫ মিটার -১.৭ মিটার। দেয়ালের ভিতর দিয়ে ক্যাবল প্লাগ প্রবেশ করানোর পূর্বে টেইপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিন যাতে ছেড়াফাটা বা ছিদ্র জাতীয় কিছু না হয়।
১) প্যাকেজ থেকে আউটডোর ক্যামেরা ও মাউন্টিং ব্র্যাকেট হাতে নিন।
২) স্ক্র দিয়ে ওয়ালের সাথে মাউন্টিং ব্র্যাকেটটি ভালোভাবে ফিক্স করুন এবং ক্যাবলটি সেন্টার হোলের ভিতর দিয়ে পাস্ করুন।
৩) ক্যাবলটি ক্যামেরার সাথে কানেক্ট করুন, মাউন্টের হুকের সাথে ক্যামেরাটি এডজাস্ট করুন।
৪) কী দ্বারা ক্যামেরাটি লক করুন।
BUY NOW THIS PRODUCT
নোট :
১) সরাসরি সূর্যালোক বা বৃষ্টি পড়ে, এমন জায়গায় আউটডোর ইউনিট স্থাপন করবেন না।
২) ধুলাবালি, স্যাতস্যাতে জায়গায়, এসিড অক্সাইড, অথবা ক্ষতিকর গ্যাসের উপস্থিতি থাকতে পারে এমন জায়গায় ক্যামেরা স্থাপন করবেন না।
৩) ক্যামেরার লেন্সটি স্ক্র্যাচ বা ধুলাবালির স্তর পড়তে পারে এমন জায়গায় আউটডোর ইউনিট স্থাপন করবেন না।
৪) ক্যামেরাটি দেয়ালের সাথে দৃঢ় ভাবে আটকে আছে কিনা এবং ক্যাবলটি সঠিকভাবে কানেক্টেড কিনা চেক করুন।
ইনডোর ইউনিট ইনস্টলেশন :
রিকোমেন্ডেড ইনস্টলেশন হাইট ১.৫ মিটার-১.৭ মিটার
১) দুই জোড়া স্ক্রো সহযোগে মাউন্টিং ব্র্যাকেট টি দেয়ালে ফিক্স করুন।
২) দশ মিটার লম্বা ক্যাবলটি ইনডোর মনিটরের সাথে কানেক্ট করুন, মনিটরটি মাউন্ট এর উপর ফিক্স করুন।
BUY NOW THIS PRODUCT
নোট :
১) অন্যান্য ইলেক্ট্রনিক ইকুইপমেন্ট, যেমন, কম্পিউটার, টিভি, ভিডিও রেকর্ডার ইত্যাদির কাছাকাছি জায়গায় মনিটরটি স্থাপন করবেন না।
২) মনিটরটি ড্রপ বা আঘাত করবেন না।
৩) পানি স্প্রে করা বা আগুনের শিখার ধরে কাছে স্থাপন করবেন না।
৪) ভ্রমণকালীন সময়ে যদি দীর্ঘ সময়ের জন্য বাড়িতে কেউ না থাকেন, তবে পাওয়ার কর্ড খুলে রাখুন।
৫) মডারেট ক্লাইমেট এর জন্য এই এপারেটাস টি ডিজাইন করা হয়েছে, তাই, উচ্চ আর্দ্রতা, ধুলাবালি ও নোংরা স্থান পরিহার করুন।
আপনি যদি অর্ডার করতে সমস্যা মনে করেন এখানে ক্লিক করে ফরমটি পুরন করুন
Specifications:
Model T 709 C
Model T 901 C
Model T 908 C
BUY NOW THIS PRODUCT
আপনি যদি অর্ডার করতে সমস্যা মনে করেন এখানে ক্লিক করে ফরমটি পুরন করুন
http://13.251.115.118/shop/electronics-computers/networking/video-door-phone/