Store System in All Market BD

স্টোরেড সিস্টেম ইন “অল মার্কেট বিডি”

 

“অল মার্কেট বিড “ একটি অনলাইন মার্কেট প্লেস। যেখানে ইতোমধ্যে প্রায় ১০০০ এর উপর পন্য উপস্থাপিত হয়েছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের নিকট সফল ভাবে পন্য পৌঁছাতে সক্ষম হচ্ছে। আমাদের এই কার্যক্রম সম্ভব হয়েছে আমাদের সাথে যেসব সেলার যুক্ত আছে তাদের একান্ত আন্তরিকতায়।

একজন ব্যবসায়ী কখনই তার ক্রেতার সাথে প্রতারনা করবার চিন্তা করবেননা যদি তিনি ব্যবসাটাকে টিকিয়ে রাখাতে চান। বর্তমানে অনলাইন বাজার প্রসারের ফলে বহুবিধ পন্যের অনলাইন বিজ্ঞাপন চলছে এবং ঐ সব প্রোডাক্ট সম্পর্কে ক্রেতা একটা ধারনা লাভ করছে।ফলে ঐ সমস্ত পন্য সমুহ অফলাইন সেলও বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করছি। বাজার জরিপে দেখা গেছে কোন ক্রেতা মার্কেটে শাড়ি কিনতে গেছে সে শাড়ীটি হয়তোবা তারা অনলাইনে পছন্দ করেছিলেন না দেখে কিনবেননা হেতু দোকানে যাওয়া। গিয়ে দেখছেন দোকানী অনলাইনের থেকে বেশি দাম হাকোচ্ছেন। দাম বেশি শুনে ক্রেতা বিমুখ হচ্ছেন নয়তোবা বিক্রেতার সাথে বাতবিতন্ডায় জড়িয়ে পড়ছেন।যাহোক আমার প্রসংগ এটি নয়।

ইতোমধ্যে বাংলাদেশের অনলাইন মার্কেট প্লেস গুলোর কতিপয় অক্ষ্যাত সেলারদের জন্য বেশ কিছু দূর্নামও হয়েছে। অনেকেই মনে করছেন স্টোরে সিস্টেমে অনলাইন বাজার করতে পারলে এখাতে প্রভুত উন্নতি সাধন হবে, এবং পন্যের গুনগত মানের সাথে বাজার মূল্য নির্ধারন করা সম্ভব হবে। তাতে করে ক্রেতাও ঠকবেনা এবং মার্কেটপ্লেসেরও দূর্নাম হবেনা।

“অল মার্কেট বিডি’তে” এ লক্ষে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। আমাদের স্টোরেড সিস্টেমে থাকবে উৎপাদন কারী এবং আমদানীকারকদের পন্য।

যে প্রকৃয়ায় পরিচালিত হবেঃ

  • স্টোরেড পন্য সমুহের বাজার মূল্য নির্ধারিত হবে বাজার যাচাই করে।
  • অফিসিয়াল গ্রাফিক্স ডিজাইনার এবং মডেল দ্বারা লাইভ ইউটিউব, ফেসবুক প্রোমোটিং করা হবে।
  • অনলাইন থাকবে রিটেল, এবং অফলাইন থাকবে হোলসেল।
  • “অল মার্কেট বিডি” সেলস রিপ্রেজেন্টিভ মারফৎ অফলাইন সেলারদের হোলসেল করবে।
  • অফলাইন বিক্রেতারা ঐ এলাকার “অল মার্কেট বিডি’র” ক্রেতাদের সাপোর্ট দিতে পারবেন।
  • কোন অঞ্চলের ক্রেতা পন্যটি সরসরি দেখতে চাইলে সে অফলাইন সেলারের নিকট দেখতে পারবেন এবং সেখান থেকে সরাসরি পন্যটি নিতে পারবেন।
  • যে পন্যটি স্টোরেড হচ্ছে তার একটা নির্ধারিত মেয়াদ থাকবে। মেয়াদ অন্তে যে পরিমান পন্য সেল হবে তার নির্ধারিত মূল্য দেয়া হবে। যে পন্য সেল হবেনা তা ফেরত নিতে হবে।(চেষ্টা করা হবে মার্কেট থেকে ব্যাক আসা অর্থ সাপ্তাহিক প্রদানের)
  • “অল মার্কেট বিডি” পন্য স্টোরেড করবার জন্য কোন আগাম মূল্য প্রদান করবেনা।
  • কোন পন্যের মূল্য বাজার মূল্যের সাথে না মিললে স্টোরেড কর্তৃপক্ষকে নিজ খরচে ফেরত নিতে হবে।
  • যেহেতু সেলস রিপ্রেজেন্টিভ দ্বারা অফলাইন মার্কেট করা হবে সেহেতু স্টোরেড কর্তৃপক্ষ ঐ সমস্ত এরিয়ায় নিজে হোলসেল করতে পারবেনা।
  • যেহেতু “অল মার্কেট বিডি’র” নিজ স্টুডিওতে ক্যাটালগ এবং ভিডিও মডেল কারা হবে তাই ক্যাটালগ ও ভিডিও মডেলিং কস্ট স্টোরেড কর্তৃপক্ষের।
  • প্রোমোটিং এবং মার্কেটিং কস্ট বহন করবে “অল মার্কেট বিডি”। তাই বাজার মূল্য নির্ধারন করবে “অল মার্কেট বিডি”।

 

 

উৎপাদনকারী এবং আমদানীকারক যে সব সুবিধা পাবেনঃ

  • পন্যকে ক্রেতার নিকট গুনগত মান সম্পর্কে বুঝিয়ে উপস্থাপনের প্রয়োজনীয় সুবিধা।
  • অফলাইন হোলসেল সুবিধা থাকায় পন্য আটকে যাবার সম্ভাবনা কম।
  • বাঁকিতে পন্য সেল করা হবেনা বিধায় স্টোরেড কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে টাকা বুঝিয়া পাবেন।
  • প্রোডাক্ট রিভিউ ইউটিউব চ্যানেল সহ মডেলিং করবার সুবিধা।
  • অনলাইন এবং অফলাইন দুধরনের বাজারজাত করবার সুবিধা।
  • ক্রমান্বয়ে দেশীয় উৎপাদিত পন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সমুহ সম্ভাবনা।
Home
Account
Cart
Search